সারা বাংলা

জীবননগরে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে করোনা উপসর্গ নিয়ে সাবিনা খাতুন (৪৫) নামে এক নারীর মত্যু হয়েছে। তিনি উথলী গ্রামের রফিকুলের স্ত্রী।

বুধবার (২২ এপ্রিল) রাত ১২টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাবিনা খাতুনের মৃত‌্যু হয়। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

সাবিনা খাতুনের স্বামী রফিকুল জানান, এক সপ্তাহ ধরে তার স্ত্রী জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে এটি করোনা কি না তা তিনি জানেন না। তাদের ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। মা হারা এ সন্তানদের নিয়ে তিনি বিপাকে পড়েছেন।

জীবননগর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স-এর ডা. আ. রাজ্জাক জানান, খবর পেয়ে রাতেই চার সদস‌্যের একটি মেডিক‌্যাল টিম নিয়ে তিনি ওই বাড়িতে যান। তারা ঐ নারীর সংস্পর্শে আসা ছয় জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করেন।

এদিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের নির্দেশনায় যথাযথ স্বাস্থ‌্যবিধি মেনে রোববার রাতেই সাবিনা খাতুনের দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় সাবিনা বেগমের বাড়ির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

এম এ মামুন/সনি