সারা বাংলা

ত্রাণ দেওয়ার কথা বলে ভিক্ষুকের টাকা ছিনতাই

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগায় ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে দুই ভিক্ষুকের বয়স্ক ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) এ ব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রে দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে গত রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

বামনডাংগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজার রহমান জানান, রোববার সোনারায় ইউনিয়নের খামার মনিরাম গ্রামের সোনাভান বেগম (৬৫) এবং জিয়ারন বেগম (৬০) বয়স্ক ভাতার কার্ডের টাকা তোলার জন্য জনতা ব্যাংক বামনডাংগা শাখায় যান।

দুপুরের দিকে তারা এক হাজার ৫০০ করে তিন হাজার টাকা তুলে ব‌্যাংক থেকে বের হন। সেসময় তদেরকে ত্রাণ দেওয়া হবে বলে ডেকে নেন এক ব‌্যক্তি।

পরে সুযোগ বুঝে দুই ভিক্ষুকের হাতে থাকা টাকাসহ ব্যাগ দুটি কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান ত্রাণদাতা। সেসময় ওই দুই বৃদ্ধার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে এ ঘটনা জানতে পারে।

মাহফুজার রহমান বলেন, ‘এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

 

দয়াল/সনি