সারা বাংলা

গাংনীতে একজনের করোনা শনাক্ত

মেহেরপুরের গাংনী উপজেলার এক ব্যক্তির নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাদিয়া সুলতানা।

তিনি জানান, করোনা শনাক্ত করতে গাংনীর ২০০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ১৮৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। তার বয়স ৩০ বছর।

আরএমও আরো জানান, আক্রান্ত ব্যক্তি প্রায় ১৫ দিন আগে ফরিদপুর থেকে এসেছেন। এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। ওই ব্যক্তির বাড়িতে আরো তিনজন আছেন। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। তাদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হবে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

 

মেহেরপুর/মহাসিন/রফিক