সারা বাংলা

ফেনীতে ঢাকা ফেরত গৃহপরিচারিকার করোনা শনাক্ত

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি গত কিছুদিন আগে রাজধানী থেকে গ্রামে ফিরেন।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম আজ বুধবার দুপুরে ওই নারী করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই নারী রাজধানীতে গৃহপরিচারিকার কাজ করতেন। তার কোন উপসর্গ ছিলো না। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়। চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে থেকে নমুনা প্রতিবেদনে করোনা শনাক্ত হয়।

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, দাগনভূঞার করোনা আক্রান্ত নারীকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ পর্যন্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে।

 

ফেনী/সৌরভ পাটোয়ারী/সাজেদ