সারা বাংলা

যশোর হাসপাতালে গগলস-ফেসশিল্ড দিলো ওয়ালটন

করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় যশোরের জেনারেল হাসপাতালের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসকদের জন্য ৩০ পিস গগলস ও ৩০ পিস ফেসশিল্ড দিয়েছে কোম্পানিটি।

যশোর গাড়িখানার ওয়ালটন প্লাজা ইনচার্জ ও ওয়াটনের এসিস্টান্ট ডিরেক্টর এনায়েত হোসেন জানান, জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. মধুসুধন পাল কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের ব্যবহার্য গগলস ও ফেসশিল্ড শেষ হয়ে যাওয়ায় জরুরিভাবে তা সরবরাহের জন্য অনুরোধ করেন। এরপর তিনি ওয়ালটনের হেড অফিসে যোগাযোগ করে এর ব্যবস্থা করেন।

সকালে ওয়ালটনের পক্ষ থেকে এনায়েত হোসেন হাসপাতালের ডা. হারুন অব রশিদের কাছে এই গগলস ও ফেসশিল্ড হস্তান্তর করেন।

ওয়ালটনের তৈরিকৃত এই গগলস ও ফেসশিল্ড স্বাস্থ্য অধিদপ্তরকে দেওয়া হয়। সেখান থেকে চাহিদা অনুযায়ী দেশের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হয়।

এর আগেও ওয়ালটনের পক্ষ থেকে ৬০০ মাক্স জেনারেল হাসপাতালে দেওয়া হয়। রিটন/বকুল