সারা বাংলা

টাঙ্গাইলে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

শুক্রবার (১ মে) দুপুরে ভূঞাপুরের জগৎপুরার বালুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ উপজেলার জগৎপুরা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জগৎপুরা এলাকায় অবৈধভাবে বালুর ঘাট তৈরি করে বিভিন্ন জায়গায় বালু বিক্রি করছেন। করোনার মধ্যে পণ্যবাহী যান ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও বালুর ট্রাক চলছে অবিরত। প্রশাসন বালুর ট্রাক ও অবৈধ বালুর ঘাট বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ আব্দুর রশিদ মারা গেছেন। উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে।

ওসি আরো বলেন, উন্নয়নকাজের বালু বহনের জন্য এসব ট্রাক চলে। বৃদ্ধের মৃত্যু নিছক দুর্ঘটনা। টাঙ্গাইল/সিফাত/রফিক