সারা বাংলা

যশোরে সাংস্কৃতিককর্মীরা ধান কেটে দিলেন

যশোরে সাংস্কৃতিককর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন।

শুক্রবার (১ মে) সদর উপজেলার ভাটপাড়া গ্রামের সোহেল রানা ও মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামে লিটনের জমির ধান কেটে দেন তারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু জানান, সদর উপজেলার রামনগর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সোহেল রানা তিনি দুইজনের জমি বর্গা নিয়ে চাষ করেছেন। কিন্তু এখন একজন শ্রমিকের মজুরি দিনে ৬০০/৭০০ টাকা। এই টাকা দিয়ে ধান কাটার সমর্থ তার নেই। তাই যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা তার ক্ষেতের ধান কেটে দিয়েছেন।

এরপর জোটের সদস্যরা যান মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের লিটনের বাড়িতে। সাংস্কৃতিব জোটের আর এক নেতা হারুন অর রশিদ জানান, লিটন বাসের হেলপার। তার লাগানো দেড় বিঘা জমির ধান কাটার সামর্থ তার নেই। তার জমির ধান কেটে দেওয়া হয়।

তিনি জানান, সামাজিক দূরত্ব মেনে তারা ধান কেটেছেন।

এ সময় শিল্পকলা একাডেমির সেক্রেটারি মাহমুদ হাসান বুলু, সুকুমার দাস, জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু উপস্থিত ছিলেন।

 

রিটন/বকুল