ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে প্লাটফর্মের নিরাপত্তা বেস্টনির গ্রিলে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে ১নং প্লাটফর্মের পশ্চিম দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেতাফুর রহমান জানান, দুপুরের দিকে পথচারীরা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় ষ্টেশনের প্লাটফর্ম এলাকা অনেকটা নীরব। মাফলারে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহটি ছিল। মরদেহের পাশে দুইটি ব্যাগ পাওয়া যায়, দুইটিতেই কাপড় ছিল। ধারণা করা হচ্ছে বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/সাজেদ