সারা বাংলা

ফেনীতে ২ হাজার কেজি ভেজাল মরিচ জব্দ

ফেনীতে দুই হাজার ৫'শত কেজি ভেজাল মরিচ জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন। এসময় ওই ভেজাল কারখানাটি সিলগালাসহ আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের তাকিয়া রোডে জহির উদ্দিন লিটনের ভেজাল মসলা কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় মোবাইল কোর্ট। এসময় ৫১টি বস্তায় দুই হাজার ৫'শত ৫০ কেজি ভেজাল হলুদ-মরিচ মসলা জব্দ করা হয়। পরে তা ফেনী পৌরসভার দুইটি ট্রাক্টর যোগে ডাস্টবিনে ফেলে ধ্বংস করা হয়।

পাশাপাশি ফেনী শহরের মাস্টার পাড়া  টু স্টার ফুড প্রোডাক্টস কোম্পানী নামে একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে মালিক ফরিদ উদ্দিন আহম্মদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা, ফেনী পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সৌরভ পাটোয়ারী/নাসিম