সারা বাংলা

সিএমপির কনস্টেবল অরুন চাকমার করোনা জয়

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল অরুণ চাকমা করোনাকে জয় করে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন।

রোববার (৩ মে) দুপুরে করোনা চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি কাজে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান দুপুর ২ টায় কনস্টেবল অরুন চাকমাকে দামপাড়াস্থ সিএমপি'র সদর দপ্তরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএমপি’র ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত কনস্টেবল অরুন চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ১৯ এপ্রিল তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসার জন্য পাঠানো হয়। সিএমপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা, ডাক্তার ও চিকিৎসাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ১৪ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি।

দুবার পরীক্ষায় তার করোনা ভাইরাস নেগেটিভ এলে তাকে আজ রোববার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন।

করোনাভাইরাস কে জয় করে পুলিশ পরিবারে সহকর্মীদের মাঝে ফিরে আসা অরুন চাকমা করোণা যুদ্ধে সকল পুলিশ সদস্যদের আরও বেশি অনুপ্রাণিত করবে বলে সিএমপি কর্মকর্তারা মত প্রকাশ করেন।

 

রেজাউল করিম/সনি