সারা বাংলা

হাঁটু পানিতে নেমে ধান কেটে দিলো ছাত্রলীগ

টাঙ্গাইলের ভূঞাপুরে হাঁটু পানিতে নেমে এক কৃষকের তলিয়ে যাওয়া ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৩ মে) সকালে পৌর এলাকার বীরহাটি গ্রামের খুকু নামে এক বর্গা চাষির জমির ধান কেটে দেন তারা।

এসময় প্রায় শতাধিক নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন। তবে যাদের ধান কাটার অভিজ্ঞতা নেই তারা অন্য কাজে সহযোগীতা করেছেন।  

ছাত্রলীগের নেতাকর্মীদের উৎসাহ দিতে সেখানে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ ও ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

ভূঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার বলেন, ‘আমাদের এমপি তানভীর হাসান ছোট মনি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে আমরা কৃষকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। এমপি মহোদয় ধান কাটতে গিয়ে যেন কৃষকের কোনো ক্ষতি না হয় সে ব‌্যাপারে কড়া হুশিয়ারি দিয়েছেন। আমরা সেই মোতাবেক ধান কেটে, মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছি। এতে কৃষকরা অনেক খুশি হয়েছেন।’

 

শাহরিয়ার সিফাত/সনি