সারা বাংলা

পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসছে সোমবার

করোনার আতঙ্কের মধ্যেও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ। আজ সোমবার (৪ মে) সকালে পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হচ্ছে।

এর মাধ্যমে দৃশ্যমান হবে মূল সেতুর ৪ হাজার ৩৫০ মিটার।

আবহাওয়াসহ আনুসাঙ্গিক সবকিছু অনুকূলে থাকলে সেতুর ২৯ তম স্প্যানটি সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পিলার-১৯ এবং ২০ এর ওপর স্থাপন করা হবে।

২৮ তম স্পেন বসানোর ২৪ দিনের মাথায় বসানো হচ্ছে ২৯ তম স্পেনটি।  পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের স্প্যান বসানোর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৮ টার দিকে মাওয়া কনস্ট্রাকশন এরিয়া থেকে ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’র মাধ্যমে স্প্যানটি নেওয়া হয়েছে পদ্মা সেতুর ১৯-২০ নাম্বার পিলারের কাছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

 

মুন্সীগঞ্জ/রতন/সাইফ