সারা বাংলা

না.গঞ্জ ফেরত ৯৪ জন রাঙামাটিতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নারায়নগঞ্জ থেকে আসা ৯৪ জন ইটভাটা শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুরে এমন নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদিন।

জানা গেছে, নারায়নগঞ্জ থেকে আসা ৯৪জন ইটভাটা শ্রমিকদের বিভিন্ন দলে বিভিক্ত করে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, গোলটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা শহরকে করোনামুক্ত রাখতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের দেখভাল এবং নজরধারী করার জন্য পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী ১৪দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টান শেষ করে তবে  তারা নিজ বাড়িতে যেতে পারবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সারাদেশের ৬৩টি জেলায় করোনা রোগী সনাক্ত করা হলেও রাঙামাটি এখনো করোনামুক্ত রয়েছে। বিজয় ধর/নাসিম