সারা বাংলা

চট্টগ্রামে পথশিশুদের মাঝে ইকো’র খাবার বিতরণ

করোনা পরিস্থিতিতে পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে হতদরিদ্র, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে সামাজিক সংস্থা ইকো।

মঙ্গলবার (৫ মে)  বিকেলে সাড়ে ৪ টায় চট্টগ্রাম নগরীর চকবাজার গোলজার মোড়ে ভাসমান ও পথশিশুদের হাতে রান্না করা খাবার তুলে দিয়ে ২২তম দিনের কর্মসূচী শুরু করেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী ও মুক্তিযোদ্ধা সংসদ কোতোয়ালী থানা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার।

পরে আরাকান সড়ক, বহদ্দারহাট মোড়, ফরিদের পাড়া, মুরাদপুর, ষোলশহর ২নম্বর গেইট ও আশেপাশের এলাকায় ৩’শ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার তুলে দেয়া হয়।

গত ১৪ এপ্রিল থেকে তাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

খাবার বিতরণে অন্যান্যের মধ্যে সহযোগিতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান, ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সচিব কাজী রাজীশ ইমরান, ইকো’র সদস্য আমিনুল ইসলাম আজাদ, বিশ্বজিৎ বড়ুয়া ও সিরাজউদৌল্লা দৌলত, এস.এম ইশতিয়াক আহমেদ রুমি, ওয়াশিফুল হক চৌধুরী কৌশিক প্রমূখ। রেজাউল/নাসিম