সারা বাংলা

বরগুনায় বজ্রপাতে নারী নিহত

কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে জায়েদা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাছের ডাল তুলতে গিয়ে তিনি নিহত হন।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ওই নারী সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলার বাসিন্দা।

ওসি আবির হোসেন মোহাম্মদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে গাছের ডাল তুলতে গিয়ে বজ্রপাতে জায়েদা ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোমেনা ও দুলু নামে আরো দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত মোমেনাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

এদিকে, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ঝড়ের তাণ্ডবে সদর উপজলার বুড়িচর, নলটোনা, নিশানবাড়িয়া এম বালিয়াতলি, বদরখালি এলাকার শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও পাথরঘাটা উপজেলার সদর, চরদুয়ানি, কাঠালতলি, কালমেঘা কাকচিড়া ইউনিয়নে প্রায় দেড়শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

ওইসব এলাকার ক্ষতিগ্রস্থদের খোঁজ নিচ্ছে জেলা প্রশাসন। তাদের যথাসম্ভব সহায়তা দেয়া হবে।

 

রুহান/বুলাকী