সারা বাংলা

বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

খাগড়াছড়িতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলমের বাবা আলেফ খান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। অবসরের পর তিনি একটি বিশ্ববিদ্যালয়ে  খণ্ডকালীন শিক্ষকতা করতেন। জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু সৈনিক লীগ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি।

স্থানীয়রা জানান, টাকার জন্য প্রায় বাবাকে মারধর করতেন জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতেও টাকার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে মারধর করে ও গলা চেপে ধরে। এ সময় শ্বাসরোধ হয়ে আলেফ খানের মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, বাবাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ তুলে নিহতের মেয়ে আনোয়ারা খানম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

বাসু দাশ/ইভা