সারা বাংলা

হাতখরচের টাকায় খাদ্য সহায়তা দিলেন শিক্ষার্থীরা

করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে পাবনার চাটমোহরের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘স্বপ্নপক্ষ’। সংগঠনটির সদস্যরা তাদের হাতখরচের টাকা বাঁচিয়ে ২০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

শনিবার (৯ মে) সকালে চাটমোহর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিন তেল ও ২ পিস করে ডেটল সাবান।

‘স্বপ্নপক্ষ’র পক্ষে সাবরিনা খন্দকার স্পর্শ, মহিউদ্দিন রাজা, নাহিদ হাসান ননী, মেহেদী হাসান অন্তর, আশিকুর রহমান (১), জান্নাত আরা জেবা, আশিকুর রহমান (২), তানভীর রহমান, সাহরিনা খন্দকার স্পৃহা, মাহফুজ আলম সুমন খাদ্য সামগ্রী বিতরণ করেন। পাবনা/শাহীন রহমান/রফিক