সারা বাংলা

বান্দরবানে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

বান্দরবান শহরের কালাঘাটা এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব‌্যক্তির নাম আল আমিন (১৮)।

শনিবার (১০ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ‌্যার পর খেলা করার কথা বলে শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আল আমিন। পরে পাশের খোলা মাঠে নিয়ে গিয়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটির পরিবারকে খবর দেয়।

পরে স্থানীয় কমিশনার পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে আটক করে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

বান্দরবান সদর থানার এস আই গোবিন্দ কুমার শর্মা বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।’

 

এস বাসু দাশ/সনি