সারা বাংলা

লকডাউন অমান্য করায় হিলিতে ঢাকাগামী বাস জব্দ

করোনা মোকাবিলায় দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষনার পরও ঢাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় আহাদ পরিবহনকে জব্দ করেছে হিলির আনসার ভিডিপি'র সদস্যরা।

সোমবার (১১ মে) রাত সাড়ে ১০ টায় হিলি রাজধানী মোড় চেকপোস্টে শ্রমিক বহনকারী ঢাকাগামী ওই বাসটি জব্দ ও যাত্রীদের আটক করা হয়।

হাকিমপুর উপজেলা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম রিপন রাইজিংবিডিকে বলেন, রাত সাড়ে ১০ টায় দিনাজপুর দশমাইল থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনটি থামানো হয়। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারি তারা ধানকাটা শ্রমিক নন। তারা সবাই ঢাকার বিভিন্ন পোশাক কারখানার কর্মী। পরে গাড়িটি আটক করে হাকিমপুর থানা ওসিকে অবগত করি।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ বলেন, সরকারী নির্দেশ অমান্য করায় গাড়িটি জব্দ করা হয়েছে।

পরে যাত্রীদের নামিয়ে দিয়ে পরিবহনসহ চালক,হেলপার ও সুপার ভাইজারকে আটক করে হিলি ১১ আনসার ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। মোসলেম উদ্দিন/নাসিম