সারা বাংলা

বিলাইছড়িতে একই পরিবারের দুইজন করোনা পজিটিভ

রাঙামাটির বিলাইছড়িতে একই পরিবারের দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ ঘটনায় বিলাইছড়ি সদরের কোট বিল্ডিং এলাকায় আক্রান্তদের বাড়িসহ পাশের তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী।

তিনি জানান, আক্রান্ত দুজনেই একই পরিবারের সদস্য। এদের একজন ২০ বছর বয়সি নারী ও একজন ১৩ বছরের শিশু। এরা বর্তমানে দুজনেই সুস্থ আছেন।

বুধবার রাতে করোনা পজিটিভের রিপোর্ট পাওয়ার পর আক্রান্তদের বাড়িসহ পাশের তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি মেনে যথাযথ দূরত্ব বজায় রেখে বাড়িগুলো লকডাউন ঘোষণা করা হয়।

এসময় বিলাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মী চাকমা, ডা. রনি সরকার, ওসি তদন্ত হাবিবুর রহমান, কোভিড-১৯ বিলাইছড়ি স্বেচ্ছাসেবক টিম এর সদস্য বিপ্লব বড়ুয়া বাপ্পী, রুবেল দাশ, সুদশন বড়ুয়া, আজগর আলী ও নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৯ করোনা পজিটিভ শনাক্ত হলো। এ নিয়ে জেলায় সর্বমোট ১৪ করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। বিজয়/বুলাকী