সারা বাংলা

রাঙামাটিতে ৩০ হাজার পিস আনারস ধ্বংস

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ৩০ হাজার পিস আনারস ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। অপরিপক্ক আনারস ওষুধ দিয়ে পাকানোর অভিযোগে এগুলো ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলায় বগাছড়ি সতেরো মাইল ও উনিশ মাইল এলাকার দুটি বাগান থেকে এসব আনারস জব্দ করে উপজেলা কার্যালয়ে এনে ধ্বংস করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির হোসেন বলেন, ‘কিছু ব্যবসায়ী অতি মুনাফার লোভে অপরিপক্ক আনারস ওষুধ দিয়ে পাকিয়ে তা ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছে, এ তথ্য পেয়ে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস আনারস জব্দ করি। তবে ব্যবসায়ীকে হাতেনাতে ধরতে না পারলেও তার পরিচয় জানা সম্ভব হয়েছে। যত দিন আনারসের মৌসুম থাকবে তত দিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

নানিয়ারচর মৌসুমি ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বলেন, ‘মাত্র কয়েকজনের কারণে আনারস চাষি ও প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।’

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী বলেন, ‘কিছু ব্যবসায়ী অপরিপক্ক আনারস বিভিন্ন কেমিক্যাল দিয়ে পাকিয়ে তা ঢাকায় বিক্রিয় জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় আমরা ট্রাকসহ আনারস জব্দ করি। ট্রাক চালকের সঙ্গে কথা বলে জানতে পারলাম, কেমিক্যাল মেশালে দুই থেকে তিন দিনের মধ্যে আনারসগুলো পেকে যায়। এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা হলো শাহ জাহান ও মোস্তফা মিয়া। তাদের আটকের জন্য পুলিশ চেষ্টা করছে।’

কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রাঙামাটিতে এ বছর ২ হাজার ১৫০ হেক্টর জমিতে আনারস চাষ হচ্ছে। এর একটি বেশিরভাগই নানিয়ারচর উপজেলায়। রাঙামাটি/বিজয়/রফিক