সারা বাংলা

বানিয়াচং হাসপাতাল লকডাউন

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনায় আক্রান্ত হওয়ায় পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের রিপোর্ট করোনা পজেটিভ আসায় এ হাসপাতালের ডাক্তারদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

এর আগে ডাক্তার ও নার্স আক্রান্ত হওয়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, চুনারুঘাট ও লাখাই উপজেলা হাসপাতাল লকডাউন করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে ওই তিন হাসপাতালের লকডাউন তুলে নেওয়া হয়।

এ পর্যন্ত জেলায় মোট ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে সুস্থ ৩৫ ও ১ জনের মৃত্যু হয়।

 

মামুন/বুলাকী