সারা বাংলা

আশুলিয়ায় জমি দখলের অভিযোগে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

জমি দখল ও হত্যা চেষ্টার অভিযোগে জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) দুপুরে এ ঘটনায় একটি মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সকালে জামগড়ার কাঠালতলা এলাকা থেকে ওই শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদি কামরুজ্জামান ও পুলিশ জানায়, আশুলিয়ার কাঠালতলা এলাকায় ৩৫ শতাংশ জমি ক্রয় করার পর থেকেই কামরুজ্জামান ভোগ দখল করে আসছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ শ্রমিকলীগ নেতা আকবর মৃধা ওই জমি দখলের পায়তারা করে আসছে।

পরে রবিবার সকালে আকবর মৃধা তার আট দশজনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জমিতে নির্মাণ কাজ করে দখল করার চেষ্টা করে। এসময় জমির মালিকের কেয়ারটেকার আবু তাহের বাধা দিলে শ্রমিকলীগ নেতার লোকজন তাকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় কামরুজ্জামান নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, জমি দখল ও হত্যার চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরিফুল ইসলাম সাব্বির/নাসিম