সারা বাংলা

কুষ্টিয়ায় লালনের মাজারের সিন্দুক ভেঙে টাকা চুরি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মরমী সাধক বাউল সাধক ফকির লালন শাহের মাজারের তিনটি সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১৭ মে) সকালে এঘটনা মাজারের দায়িত্বরত খাদেম মূল দরজা খুললে তিনটি সিন্দুক ও সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় দেখতে পান।

ধারণা করা হচ্ছে গত ১৪ তারিখ রাতে ঝড়ের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকা অবস্থায় মাজারের ছাদের কার্নিশ বেয়ে চোরেরা ভেতরে প্রবেশ করে। মাজারের মত দর্শনীয় স্থানে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এবিষয়ে স্থানীয়রা বলেন, নাইট গার্ড, খাদেম ও এতো সিসি ক্যামেরাযুক্ত স্থানে অভ্যন্তরীন কেউ জড়িত না থাকলে কিভাবে এমন চুরির ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। তাই অধিকতর তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শান্তির দাবি জানাচ্ছি।

খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এতে কি পরিমান টাকা ছিল তা জানা যায়নি। প্রতিবছর লালন স্বরণোৎসবের আগে এটি খোলা হয়। পরে আবার জেলা প্রশাসন থেকে এটি সিলগালা করে দেওয়া হয়। কাঞ্চন কুমার/নাসিম