সারা বাংলা

পুলিশ-চিকিৎসকসহ বগুড়ায় আরও ১০ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় পুলিশ, চিকিৎসকসহ  আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৮ মে) রাতে বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর মেশিনে পরীক্ষাকৃতদের মধ্য ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের  চিকিৎসক, দুজন পুলিশ সদস্য, একজন কারারক্ষী রয়েছেন। বাকিরা বগুড়ার শিবগঞ্জ, শেরপুরসহ অন্যান্য উপজেলার বাসিন্দা। আক্রান্তদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার বাসস্থান লকডাউন করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে পাঁচজন বগুড়ার স্থানীয় বাসিন্দা। আর পাঁচজন ঢাকাফেরত। জেলায় এ পর্যন্ত ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।  আলমগীর/ইভা