সারা বাংলা

চাঁদপুরে করোনা উপসর্গে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুর শহরে করোনা উপসর্গ নিয়ে স্বামী মুজিবুর রহমান পাটওয়ারী (৮৭) এবং স্ত্রী রাবেয়া বেগম (৭২) মৃত্যুবরণ করেছেন। একই সাথে ওই পরিবারের ছেলে ও নাতির মধ‌্যেও করোনা উপসর্গ প্রকাশ পেয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বামী ও সোমবার স্ত্রী প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। জানা যায়, তারা শহরের চিত্রলেখা এলাকার বাসিন্দা।

জানা গেছে, রোববার (১৭ মে) সকালে ওই দম্পতির করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। সেই রিপোর্ট এখনো অপেক্ষমান। তাদের করোনা উপসর্গ থাকায় বিশেষ ব্যবস্থায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, সন্ধ্যায় মারা যাওয়া বৃদ্ধার ছেলে ও নাতির শরীরে ইতোমধ্যে করোনার উপসর্গ পাওয়া গেছে। পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, রিপোর্ট এলেই জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

 

অমরেশ দত্ত জয়/সনি