সারা বাংলা

মাদারীপুরে করোনায় মা-শিশুসহ আক্রান্ত ৫

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে মা ও শিশুসহ আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে মা ও শিশুসহ আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে সদর উপজেলায় একজন, কালকিনি উপজেলায় ২ জন এবং রাজৈর উপজেলায় ২ জন। রাজৈরে আক্রান্ত দুইজনের মধ্যে এক মা ও তার ৬ বছরের ছেলে শিশু সন্তান রয়েছে।

এ পর্যন্ত জেলায় করোনাতে শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ২৪ জন, সদর ১১ জন, রাজৈর উপজেলায় ২৪ জন এবং কালকিনি উপজেলায় ৪ জন।

তিনি আরো জানান, মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ১৪৮২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে মোট ১৩৩৬টি রিপোর্ট পাওয়া গেছে।  গত ২৪ ঘণ্টায় ১৪৭টি রিপোর্ট পাওয়া গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ২ জন এবং রাজৈর উপজেলার ৩ জন। এ নিয়ে জেলায় মোট মোট সুস্থ হয়েছেন ৪৪ জন।

 

বেলাল/বুলাকী