সারা বাংলা

হাতখরচের টাকায় ৫১ জনকে ঈদ উপহার

লালমনিরহাট জেলার সদর উপজেলার হারাটি ইউনিয়নে ৫১ জনকে ঈদ উপহার দিল শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘রাইজ'।

সংগঠনটির সভাপতি আহসান মামুনের বাসা থেকে বুধবার (২০ মে) রাতে এই ৫১জনকে শাড়ি-লুঙ্গি  উপহার হিসেবে বিতরণ করেন।এ সময় সংগঠনটির ৫জন সদস্য উপস্থিত ছিলেন।

উপহার পাওয়া জয়গুণ খাতুন নামের একজন বলেন, ‘দ্যাশোৎ যা নাগছে! কিসের বেলে করোনা! কিসের বেলে ঘুর্ণিঝড় আসপে! এ্যামরা হামাক কাপড় না দিলে, বুড়াকাপড় পিন্দি ঈদ করা নাগিল হয়।'

জয়গুণের সাথে যোগ দিয়ে আবেজন বেগম বলেন, ‘সেদিন হামাক গোস্ত দ্যানেন।আইজ ফির কাপড় দ্যানেন! আল্লাহ্ তোমার ভাল কইরবে।'

সংগঠনের সভাপতি আহসান মামুন বলেন, ‘আমাদের সংগঠনটি মূলত আমরাই পরিচালনা করি।আমরা সব সময় নিজেদের অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।এবারো আমরা আমাদের ঈদের হাত খরচ থেকে টাকা বাঁচিয়ে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকে কিছু মানুষের হাতে উপহার তুলে দিতে পেরে নিজেদেরই ভাল লাগছে। এ এক নির্মল আনন্দ। আমরা চেষ্টা করছি আরো কিছু মানুষের পাশে দাঁড়াতে।'

 

ফারুক/টিপু