সারা বাংলা

৬ হাজার পরিবার পেলো জাপান প্রবাসীর খাদ্য ও নগদ অর্থ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাত দফায় ৬ হাজার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন জাপান প্রবাসী সমাজ সেবক হিমু উদ্দিন।

সপ্তম দফায় বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টায় সিরাজদিখান উপজেলার ইছাপুরা জনতা সংসদের আঙিনায় এই প্রবাসী এক হাজার পরিবারের মাঝে ১০ লাখ টাকা বিতরণ করেন।

ঈদ উপলক্ষে অসহায়, কর্মহীন ও ইমামদের মাঝে নগদ এ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফাগঞ্জ মাদ্রাসার সভাপতি ডা. খবির উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ মন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য হুমায়ুন কবীর, রুহুল আমিন। এছাড়া জাপান প্রবাসী  হিমু উদ্দিনের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হারুন অর রশীদ (বিডিআর), আব্দুল হালিম, মো. ওয়াসিম, মো. নাহিন শেখ মৃদুল।

বর্তমান করোনা পরিস্থিতিতে সিরাজদিখানের মধ্যপাড়া ও ইছাপুরা ইউনিয়নে এর আগে এই প্রবাসীর পক্ষ থেকে ছয় দফায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

 

রতন/টিপু