সারা বাংলা

সিলেটে আরও ১২ জন করোনায় আক্রান্ত

সিলেট জেলায় নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ১৩জনের ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে ১২জন নতুন এবং একজনের দ্বিতীয়বার পরীক্ষায় পজিটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স এবং হাসপাতালের পরিচ্ছন্নকর্মীও রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭ জনে।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট নগর, সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং বিশ্বনাথ উপজেলার বাসিন্দা রয়েছেন।

উল্লেখ্য, সিলেট জেলায় গত ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপর থেকে এ সংখ্যা বাড়তেই আছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। আর মারা গেছেন প্রথম আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ ৮ জন। সুস্থ হয়েছেন ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগের অন্য তিন জেলায় আক্রান্ত্রদের মধ্যে সবচেয়ে বেশি হবিগঞ্জ জেলায় ১৩১ জন, সুনামগঞ্জ জেলায় ৮২ জন, ও মৌলভীবাজার জেলায় ৬২ জন রয়েছেন।

মারা গেছেন হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে ২ জন। সুস্থ হয়েছেন হবিগঞ্জে ৫৯ জন, সুনামগঞ্জে ৫০ জন এবং মৌলভীবাজারে ৮ জন।

সবমিলিয়ে বিভাগের চার জেলায় সুস্থ হয়েছেন ১৪৫ জন। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬২ জন। অন্য আক্রান্তরা বাড়িতে আইসোলেশনে আছেন। সিলেট/নোমান/বুলাকী