সারা বাংলা

৩০০ বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ‘প্রত্যয়’

করোনা পরিস্থিতিতে অনেকের রোজগার বন্ধ হয়েছে। অনেকের দু’মুঠো আহার জুটছে না। এ সময়ে ঈদুল ফিতর উদযাপন করা তাদের পক্ষে কঠিন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অরাজনৈতিক সংগঠন ‘প্রত্যয়’ এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি প্রতিবারের মতো এ ঈদেও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

শনিবার (২৩ মে) পর্যন্ত প্রত্যয়ের সদস্যরা শায়েস্তাগঞ্জের ৩০০টি বাড়িতে সেমাই, চিনি, গুঁড়ো দুধ, ময়দা, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, তেল, লবণ পৌঁছে দেন।

এসব খাদ্য সামগ্রী বিতরণে বিভিন্নভাবে সহায়তার হাত বাড়ান ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সমাজসেবক, প্রবাসীরা। খাদ্য সামগ্রী পৌঁছে দেন প্রত্যয়ের সদস্য তারেক, নাঈম, শরীফ, নিপু, খাইরুল, শাহেদ, আব্দুল আজিজ, মনির, রুয়েল, সুশান, নোমান, শাহিন, জাবেদ, শেখ জনি, আফজল, নুর-আমিন, ফয়সল, এমরান, রায়হান, শাকিল,  মাসুদ, ডালিম, নাছিম, এস এন নূর, মাসুদ, নিজাম, ইমন, তানভির, সায়েম, জাকির, হৃদয়, সাজন প্রমুখ। হবিগঞ্জ/মামুন/রফিক