সারা বাংলা

করোনা জয় করলেন এমপি শহীদুজ্জামান সরকার

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য (এমপি) শহীদুজ্জামান সরকারের শরীরে করোনাভাইরাস নমুনা পরীক্ষায় ৩য় বারের মতো  নেগেটিভ এসেছে।

শনিবার (২৩ মে) তার নমুনা পরীক্ষার তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসে।

এরমধ্য দিয়ে তিনি পুরোপুরি করোনামুক্ত হলেন। এর আগে গত ১৬ মে তার প্রথম রিপোর্ট নেগেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদুজ্জামানের ব্যক্তিগত সহকারী মো. রানা।

তিনি জানান, শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরে ৩য় বার নমুনা পরীক্ষা করতে দেন সাংসদ শহীদুজ্জামান সরকার। সেই পরীক্ষার ফলাফলে তার করোনা নেগেটিভ আসে। এর ফলে তিনি করোনা থেকে এখন সম্পূর্ণ সুস্থ।

সাংসদ শহীদুজ্জামান সরকার বলেন, ‘আমার সুস্থতার জন্য ধামইরহাট-পত্নীতলা এবং নওগাঁ জেলাসহ সারা দেশের মানুষ দোয়া করেছেন। সে কারণে আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে ধামইরহাট-পত্নীতলাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।’

শহিদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ১ মে শহিদুজ্জামান সরকার করোনা পজিটিভ হয়েছেন বলে জানানো হয়। এর আগে ৩০ এপ্রিল নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এর পর থেকে তিনি ন্যাম ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন। এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা নিয়েছেন।

 

অরিন্দম/বুলাকী