সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জের ২৪৯১ মসজিদে এবার ঈদের নামাজ

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এবারের ঈদের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে পড়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে সর্বমোট ২ হাজার ৪’শ ৯১টি মসজিদে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ।

এরমধ্যে সদর উপজেলায় ৭২৩, শিবগঞ্জ উপজেলায় ৭১৪, গোমস্তাপুরে ৪৬৯, নাচোলে ৩৭৬ ও ভোলাহাটে ২০৯টি ওয়াক্তিয়া ও জামে মসজিদে ঈদের নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম।

এবছর জেলায় কোন ঈদগাহে জামাত হবে না জানিয়ে মুঠোফোনে তিনি জানান, মসজিদে নামাজ আদায়ে ১৩টি নিদের্শনা জারি করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- মসজিদে কার্পেট বিছানো যাবে না, নামাজের পূর্বে জীবানুনাশক স্প্রে করতে হবে, মুসল্লিরা জায়নামাজ নিয়ে মসজিদে যাবেন, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে, সামাজিক দুরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং সকলেই মাস্ক ব্যবহার করতে হবে।

এছাড়া, ঈদের জামাত হবে এমন সকল মসজিদে করোনা ও ডেঙ্গু হতে রক্ষায় আল্লাহর দরবারে দোয়া করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ মে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। যেখানে ঈদের নামাজ আদায়ের ব্যাপার সংক্রান্ত কিছু নির্দেশনা দেয়া হয়। সেখানে জামাত শেষে পরস্পরকে কোলাকুলি ও হাত মেলানো পরিহার করতে অনুরোধ করে ধর্ম মন্ত্রণালয়। মিম্পা/বুলাকী