সারা বাংলা

কলাপাড়ার ১১ গ্রামে ঈদ উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ার ১১টি গ্রামের অন্তত ১৪ হাজার মুসলমান পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।

চানটুপির অনুসারী হওয়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা এ আগাম ঈদ উদযাপন করছেন।

রোববার (২৪ মে) সকাল ৮টায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ধানখালী ইউনিয়নের নিশাবাড়িয়ার ঐতিহ্যবাহী শাহসুফী দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে পৌর শহরের নাইয়াপট্রি, চালিতাবুনিয়া, মিঠাগঞ্জ, ইটবাড়িয়া, ফুলবুনিয়া, পাঁচজুনিয়া গ্রামসহ ১১টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত। এ তরিকার নিয়ম হচ্ছে যে, পৃথিবীর যে কোন স্থানে চাঁদ দেখা গেলে সেদিন থেকেই রোজা রাখা উচিত এবং তারা সেটাই করে আসছেন। ঈদ উপলক্ষে এ সব এলাকায় এ তরিকার অনুসারী মুসলমানদের মধ্যে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

 

ইমরান/বুলাকী