সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ১৮টি ওয়ার্ডে হবে ঈদের জামাত

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে এবার ১৮টি ওয়ার্ডে পৃথকভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে পবিত্র ঈদুল ফিতরে আসামিদের সাথে সাক্ষাৎ করতে পারবেন না স্বজনরা। তবে টেলিফোনের মাধ্যমে একজন বন্দি আত্মীয়দের সাথে পাঁচ করে মিনিট কথা বলতে পারবেন। করোনা থাকাকালীন এমন কার্যক্রম চালু থাকবে।

রোববার (২৪ মে) এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ইসমাইল হোসেন।

তিনি বলেন, ‘‘প্রত্যেক বছর খোলা জায়গায় একসাথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এ বছর করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ১৮টি ওয়ার্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১৮টি ওয়ার্ডেই আলাদাভাবে একই সময়ে মাইকের মাধ‌্যমে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

‘এছাড়া এবারর আসামিদের আত্মীয়রাও দেখা করতে পারবেন না। এমনকি অন্যান্য সময়ে বাড়ির রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা থাকলেও এবার তা বন্ধ থাকবে। তবে প্রতিবারের মতো এবারেও ঈদ উপলক্ষে কারাগারের পক্ষ থেকে বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।”

এই মূহুর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ৯৭০ জন আসামি রয়েছে বলে জানান জেলার ইসমাইল হোসেন।

 

জাহিদ মিম্পা/সনি