সারা বাংলা

গোপালগঞ্জের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়

গোপালগঞ্জে করোনাভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে দেশ ও জাতির মঙ্গল এবং করোনাভাইরাস থেকে বিশ্বব্যাপীর মুক্তি কামনা করা হয়।

ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ৫টি করণীয় মেনে চলার জন্য জেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। নির্দেশনা মেনে নামাজ শেষে কাউকে কোলাকুলি করতে দেখা যায়নি।

সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত শুরু হয়। জেলা কোর্ট মসজিদে নামাজে ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান। সেখানে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে এবার মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকেন। কেউকে হাতে-হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়নি। নামাজ শুরুর আগে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

ঈদ জামাত উপলক্ষে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন স্থানে পুলিশ, আনসারসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল। বাদল/বকুল