সারা বাংলা

দিনমজুরির টাকায় ঈদ উপহার দিলেন আন্নর মিয়া

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বিরামচর গ্রামের বাসিন্দা আন্নর মিয়া (৬০)।  পেশায় দিনমজুর। দিনমজুরি করে কিছু অর্থ জমিয়েছিলেন। করোনা সংকটে তারও তেমন কাজ নেই।

তিনি কষ্ট অনুভব করেন তার সঙ্গী দিনমজুর ও অসহায় মানুষের প্রতি। এতে ঈদ উপলক্ষে তাদের লুঙ্গি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। জমানো টাকায় ২০টি লুঙ্গি কেনেন। এরপর তাদের বাড়ি গিয়ে তা পৌঁছে দেন।

আন্নর মিয়া জানান, তার নিজের কোনো ঘর নেই।  অভাবের কারণে স্ত্রী এক কন্যা সন্তান রেখে চলে গেছেন। বাসা ভাড়া করে থাকতেন। পরে সারোয়ার গ্রুপের চেয়ারম্যান সারোয়ার আলম  শাকিল তাকে একটি বাসা দিয়েছেন। সেখানে তিনি  বিনাভাড়ায় বসবাস করছেন।

তিনি জানান, তার কোনো ধনসম্পদ নেই। কিন্তু অসহায় মানুষগুলোর জন্য তার কষ্ট হয়। সেই অনুভব থেকে লুঙ্গি কিনে দিয়েছেন। এতে তিনি তৃপ্তি পেয়েছেন।  মামুন/বকুল