সারা বাংলা

গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১৩০

গোপালগঞ্জে নতুন করে আরো ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩০ জনে।

সোমবার (২৫ মে) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন। আক্রান্তরা ঢাকা থেকে গোপালগঞ্জে এসেছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আক্রান্ত ১৩০ জনের মধ্যে ১জন মারা গেছেন। আর বাকিদের মধ্যে ৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ ছাড়া ৮০ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৪৫০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জেলায় ১২৩ করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও ১ চিকিৎসকসহ ২৯ জন, কাশিয়ানী উপজেলায় ২৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ চিকিৎসকসহ ২০ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ১চিকিৎসক ও ১ নার্সসহ ২৭ জন। বাদল/টিপু