সারা বাংলা

বরিশালে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা

বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের প্রভাবে বরিশাল জেলায় বুধবার (২৭ মে) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এরই মধ্যে বজ্রপাতে মুলাদী উপজেলায় এক কৃষক নিহত হয়েছে। এছাড়া শহরে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সকাল ৮টা থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিসের তথ্যমতে, দুপুর ১২টা পর্যন্ত বরিশালে ৫০ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বায়ুচাপের কারণে বৃষ্টি হচ্ছে বলে জানিয়ে আবহাওয়া অফিস।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদ জানান, উপজেলায় বজ্রপাতে নিহত কৃষকের নাম আব্দুল মান্নান। তিনি ছবিপুর ইউনিয়নের পশ্চিমচর ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। সকাল সাড়ে ৮টার দিকে তিনি গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে বজ্রপাতে তিনি ঘটনাস্থলের মারা যান।

মুষলধারে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। করোনাভাইরাস সংক্রমণের ভয় এবং বৃষ্টিতে জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে বের হচ্ছে না। সড়কে যানবাহনও তেমন নেই। বরিশাল/স্বপন/বকুল