সারা বাংলা

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

বুধবার(২৭ মে) সকালে গজারিয়ার বাউশিয়া পাখি পয়েন্ট মোড়ে মেঘনা-গোমতী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই কক্সবাজারের মহেশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক।

নিহতরা হলেন- গাইবান্ধার আবদুল জব্বারের ছেলে মো. কাফি (৩৫), আবদুল কুদ্দুসের ছেলে আলম বাদশা (২৫) ও ইদু মিয়ার ছেলে ইমরান (২২)।

আহতদের মধ্যে চারজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, সকালে কক্সবাজার থেকে মাইক্রোযোগে ১১ জন শ্রমিক ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে গজারিয়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের ওপর উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের মধ‌্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রতন/সনি