সারা বাংলা

কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২৯০

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২৯০ জনে।

বুধবার (২৭ মে) রাতে জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, কিশোরগঞ্জ জেলা থেকে গত বৃহস্পতিবার (২১ মে) সংগ্রহ করা ১০২ জনের নমুনার মধ্যে তাড়াইল উপজেলার ৪৭টি নমুনা ইনভেলিড হয়েছে। বাকি ৫৫ জনের নমুনার মধ্যে ৬ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে।  ৪৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

নতুন শনাক্ত হওয়া এই ৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ জন এবং হোসেনপুর উপজেলায় ১জন রয়েছেন।

বর্তমানে জেলায় মোট ১০১ জন করোনা রোগী এবং ৬ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

অন‌্যদিকে জেলায় দুইজন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৮৭ জন।

 

রুমন/টিপু