সারা বাংলা

নরসিংদীতে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পৃথক অভিযানে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২৫০ পিস ইয়াবা।

জেলার রায়পুরার রাধাগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার (২৭ মে) তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, রায়পুরা উপজেলার রাধাগঞ্জ এলাকার হারিছ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (২৮), সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার লুৎফর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে মিঠু (২৮), নরসিংদী শহরের কাউরিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. মোজাম্মেল ওরফে মোজা (২৮) ও ঘোষপাড়া মহল্লার কোকিল মিয়ার ছেলে ইয়াছিন (২৭)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, ডিবির উপ পরিদর্শক তাপস কান্তি রায় রায়পুরার রাধাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ নরসিংদী সদর এলাকার সাহেপ্রতাব ও কাউরিয়া পাড়ায় অভিযান চালিয়ে মো. মোজাম্মেল, ইয়াছিন ও মো. সাইফুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেন। তাদের কাছে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে এজাহার দায়ের করা হয়েছে।

 

হানিফ/টিপু