সারা বাংলা

লক্ষ্মীপুরে নতুন আরো ৩৭ জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরে নতুন করে আরো ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ২০ জন, রামগঞ্জ উপজেলায় ৭ জন, কমলনগর উপজেলায় ৭ জন, রামগতি উপজেলায় ২ জন এবং লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নমুনা নেওয়া চাঁদপুরের ১ চাকরিজীবী।

বৃহস্পতিবার (২৮ মে) লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টারে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সংগ্রহ করা নমুনা পাঠানো হয়। এখানে ২৮৫টি নমুনার ফলাফলে ৩১ জন পজিটিভ শনাক্ত হয়। এছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার ফলে কমলনগরের ৫ জন ও ঢাকা থেকে আসা লক্ষ্মীপুর সদরের একজনের পজিটিভ শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, লক্ষ্মীপুরে করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৮৬ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৭৯ জন, রামগঞ্জ উপজেলায় ৩৬ জন, কমলনগর উপজেলায় ১৯ জন, রামগতি উপজেলায় ১৭ জন ও রায়পুর উপজেলায় ৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন এবং মারা গেছেন ২ জন।

 

ফরহাদ/টিপু