সারা বাংলা

নীলফামারীতে র‌্যাবের ৯ সদস্য করোনায় আক্রান্ত

নীলফামারীতে র‌্যাবের আরও নয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ১০ জনের মধ্যে নয়জন জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। আর একজন ওই ক্যাম্পের ধোপা। এর আগে এই ক্যাম্পের নয়জন করোনায় আক্রান্ত হয়ে জেলা সদর জেনারেল হাসপাতারের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে নীলফামারী র‌্যাবের ক্যাম্পের ১৮ জন করোনায় আক্রান্ত হলেন।

সূত্র মতে, এ জেলায় করোনায় আক্রান্ত ১০৮ জনের মধ্যে নীলফামারী জেলা সদরে ৪৭ জন, ডোমার উপজেলায় ১১ জন, ডিমলা উপজেলায় ১৫ জন, জলঢাকা উপজেলায় নয়জন, কিশোরীগঞ্জ উপজেলায় আটজন ও সৈয়দপুর উপজেলায় ১৮ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন। মারা গেছেন দুইজন। সিথুন/ইভা