সারা বাংলা

কুড়িগ্রামে করোনার উপসর্গ নিয়ে প্রভাষকের মৃত্যু

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম রঞ্জু (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায়।

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুর বখত জানান, করোনা উপসর্গ নিয়ে গত ২৫ মে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা শনাক্তের জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করা হলেও ফলাফল আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

তিনি আরও জানান, গত ১৫ মে থেকে বাড়ি সংলগ্ন মসজিদে তিনি দশদিনের এতেকাপে অবস্থান করছিলেন। ২২ মে সর্দি, জ্বর ও ডাইরিয়ায় আক্রান্ত হন। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় ২৫ মে তাকে রমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।

 

বাদশা/এসএম