সারা বাংলা

পঞ্চগড়ে করোনায় আরও ১ জনের মৃত্যু

পঞ্চগড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

৮৫ বছর বয়সি ওই ব্যক্তির বাড়ি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি এলাকায়।

শুক্রবার (২৯) মে সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় কারনোয় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। তবে দেবীগঞ্জ উপজেলায় এটাই প্রথম মৃত্যু।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. হাসিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি গত ১২ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। করোনার উপসর্গ থাকায় ১৬ মে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে পাঠানো হলে ১৯ মে তার ফলাফলে করোনা পজেটিভ আসে।

এর আগে গত ১৯ মে পঞ্চগড়ে প্রথম করোনাভাইরাসে এক সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়। তার বাড়ি বোদা উপজেলার সাঁকোয়া ইউনিয়নে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত জেলায় মোট ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন দুইজন। নাঈম/ইভা