সারা বাংলা

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে সাতক্ষীরার মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ওই দুজন মারা যান।  

নিহতদের মধ্যে একজন কৃষি কাজ করতেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৭ মে  তিনি হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ২৮ মে  বৃহস্পতিবার সকালে তালা উপজেলার এক ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে আইসিইউ বিভাগে নেওয়া হয়। রাত ২টার দিকে তিনিও মারা যান।

ডা. জয়ন্ত সরকার জানান, নমুনা পরীক্ষার পর বোঝা যাবে ওই দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি না। নিহতদের বসবাসের স্থান লকডাউন করা হয়েছে। 

তিনি জানান, এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর সবগুলোই নেগেটিভ। শাহীন/ইভা