সারা বাংলা

শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে।

শনিবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘাটে প্রচুর মানুষের সমাগম দেখা গেছে।

রোববার (৩১ মে) অনেক অফিস খুলবে। তাই কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। সকাল থেকে ১৫টি ফেরি চলছে এ নৌ রুটে।

এদিকে, সকাল থেকে পদ্মা নদী কিছুটা উত্তাল। প্রবল বাতাস বইছে। এখনো গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা পদ্মা নদী পার হয়ে এসে শিমুলিয়ায় যানবাহন না পেয়ে পড়ছেন বিপাকে। ছোট ছোট বাহনে করে ফিরতে হচ্ছে ঢাকায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মো. ফয়সাল জানান, শনিবার সকাল থেকে ঘাটে মানুষের ভিড় রয়েছে। তবে এ নৌরুটে লঞ্চ ও সি বোট বন্ধ থাকায় ফেরিতে মানুষের ভিড় বেড়েছে। মানুষের পাশাপাশি ছোট গাড়ি ও পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে। কাল অফিস আদালত খুলবে বলে দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছেন লোকজন। মুন্সীগঞ্জ/রতন/রফিক