সারা বাংলা

নাটোরে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

নাটোরে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে (৩০ মে) নাটোর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত গৃহবধূ নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। তার বয়স ২২ বছর।

নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসক মনজুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূকে নাটোর হাসপাতালে আনা হয়। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া, তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু রোগীর স্বজনরা রাজশাহী নিয়ে যেতে অপরাগতা প্রকাশ করেন। পরে তাকে নাটোর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, রোগীকে অক্সিজেন,নেবুলাইজারসহ অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। তবে তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেওয়া হয়েছে। নাটোর/আরিফুল/রফিক