সারা বাংলা

নীলফামারীতে নতুন ১৯ জন করোনা পজেটিভ

নীলফামারীতে নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ মে ২৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হলে শনিবার বিকালে ১৯ জনের সংক্রমণের তথ্য আসে।

এর মধ্যে জেলা সদরে একজন শিশু ও একজন নার্সসহ ৫ জন, ডিমলা উপজেলায় ২ জন, ডোমার উপজেলায় এক শিশুসহ ৬ জন, জলঢাকা উপজেলায় ৩ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।

ওই ১২৭ জনের মধ্যে জেলা সদরে ৫২, ডোমারে ১৭, ডিমলায় ১৭, জলঢাকায় ১২, কিশোরীগঞ্জে ১১, সৈয়দপুরে ১৮ জন। আক্রান্তদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

সুস্থ হয়েছেন ৩৮ জন। অবশিষ্টরা নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

 

সিথুন/বুলাকী